সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার ভারতের জামসেদপুরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ পিছিয়ে পড়েও নেপালকে হারিয়েছে ২-১ গোলে। বাংলাদেশের গোল করেছেন অধিনায়ক শামসুন্নাহার ও শাহেদা আক্তার রিপা।
৪৪ সেকেন্ডেই দুর্দান্ত গোল, ভারতে বাংলাদেশের বড় জয়
২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা; নতুন মুখ দুইজন
বসুন্ধরা কিংস ফুটবলারের মাথায় ১৬টি সেলাই
চতুর্থ মিনিটে গোলরক্ষক রূপনা চাকমার ভুলে গোল করে নেপালকে এগিয়ে দেন আমিশা। বাংলাদেশ পুরো ম্যাচে প্রাধান্য নিয়ে খেলেও গোলমুখ খুলতে পারছিল না। সহজ সহজ মিস করে হারের দিকেই এগিয়ে যাচ্ছিল গোলাম রব্বানী ছোটনের দল।
শেষ পর্যন্ত বাংলাদেশ গোল ফিরিয়ে দিয়েছে ৬৮ মিনিটে। কর্নার থেকে অধিনায়ক শামসুন্নাহার হেডে গোল করে ম্যাচে সমতা আনেন।
৮৪ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় শাহেদা আক্তার রিপার গোলে। বাকি সময় ওই গোল ধরে রেখে ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।